বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এটা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
তিনি আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, ইসি এখন কঠোর হওয়ার কথা বলছেন। পুলিশকে শেষ বুলেট পর্যন্ত ব্যবহার করতে বলছেন। কিন্তু এই বুলেট কাদের উপর ব্যবহার করা হবে তা নিয়ে সন্দেহ থেকে যায়।
তিনি আরও বলেন, আমরা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তারা এবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আরো কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাজেই এবার আওয়ামী লীগের কর্মীদের দায়িত্ব পালনের অধিক সুযোগ সৃষ্টি করছে ইসি।
আয়োজক সংগঠনের সভাপতি এমএ হালিম এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন