হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি স্বর্ণবারসহ তাসলিম হোসেন (২৯) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
আটক তাসলিম হোসেন কুমিল্লার বুড়িচং থানার ফজলুর রহমানের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের ২ নং ক্যানোপী অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাসি করে করা হয়। এসময় তার পায়ুপথ থেকে কনডমে মোড়ানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬০০ গ্রাম।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব