ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল থেকে এক নারীর বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় পপি আক্তার (২০) নামের এক তরুণীকে আটক করেছেন আনসার সদস্যরা।
শুক্রবার বিকালে বার্ন ইউনিটের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয় বলে জানান ঢামেক হাসপাতালের ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
তিনি বলেন, “আয়শা নামে দেড় বছর বয়সী এক শিশুকে নিয়ে পালানোর সময় আনসার সদস্যরা তাকে আটক করেন।”
আয়শার যশোরের চৌগাছা উপজেলার সবুজ মিয়ার মেয়ে। সবুজ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস ছয়েক আগে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসেন। সবুজের স্ত্রী রেহানা বেগম তখন থেকেই মেয়েকে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, বৃহস্পতিবার রেহানার সঙ্গে পপি পরিচিত হন। পপি জানায়, তার এক আত্মীয় হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা নিচ্ছেন। এসময় আয়শাকে আদর করে কথা-বার্তা বলে রেহানার সঙ্গে সহজ হয়ে যান তিনি।
“আজ বিকালে পপি আবার বার্ন ইউনিটে যায়। এক পর্যায়ে রেহানা বাচ্চা রেখে টয়লেটে গেলে পপি ওই সুযোগে আয়শাকে নিয়ে পাঁচতলা থেকে নেমে আসে। এদিকে টয়লেট থেকে বেরিয়ে আয়শা আর পপিকে না দেখে চিৎকার শুরু করেন রেহানা। এরপর বার্ন ইউনিটের প্রধান ফটকে আনসার সদস্যরা পপিকে আটক করেন।”
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৬/মাহবুব