ফাল্গুনের ২২তম দিনেও ঘন কুয়াশায় ঢেকে গেল রাজধানী ঢাকা। শনিবার ভোররাত থেকে জমতে থাকা কুয়াশা সকালের আলো ফুটতেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়া মানুষকে ফেলে আসা শীতের পরশ দিয়ে গেল। সকাল সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও কুয়াশার চাঁদর সরিয়ে মাটিতে সূর্যের আলো পৌঁছতে পারেনি।
নগরীর হাতির ঝিল এলাকা, পূর্বাচল সড়ক, কুড়িল ফ্লাইওভার, উত্তরাসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গেছে। সকাল হলেও গাড়িগুলোকে চলতে দেখা গেছে হেডলাইট জ্বালিয়ে। অবশ্য ঘন কুয়াশা পড়লে শীতের দেখা ছিল না নগরীতে।
আবহাওয়া দফতর বলছে বাতাসে অতিরিক্ত ধূলিকনা জমে যাওয়ার কারণে কুয়াশা বেড়েছে। কারণ, কুয়াশা হচ্ছে ধূলিকনাকে ঘিরে জলীয় বাস্প।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ ২০১৬/ এস আহমেদ