খুলনায় এক মেডিকেল অফিসারকে পিটিয়ে আহত করার প্রতিবাদে স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা। চিকিৎসা সেবা বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজারও রোগী। চিকিৎসা নিতে আসা অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন।
শনিবার (০৫ মার্চ) সকাল থেকে খুলনা জেলা ও উপজেলায় এ ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে রবিবার (০৬ মার্চ) পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার (০৩ মার্চ) ধর্মঘট পালন শুরু হয়। শুক্রবার বিরতির পর ফের এই ধর্মঘট শুরু হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ ধর্মঘট কর্মসূচি পালন করছে।
খুলনার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারকে পিটিয়ে আহত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম অহিদুজ্জামানকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘট কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ ২০১৬/ এস আহমেদ