গাজীপুরের সাইনবোর্ড এলাকার রিয়াজ গার্মেন্টসে ডাকাতির ঘটনায় মোজাম্মেল হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালও উদ্ধার করা হয়।
আজ শনিবার ভোরে কাশিমপুর সরপাইতলী এলাকায় তাকে আটক করা হয়। মোজাম্মেল হোসেন ময়মনসিংহের গৌরীপুর থানার ভাগ্নাবাড়ি এলাকার আব্বাছ উদ্দিনের ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, এক সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সরপাইতলী এলাকার বাসিন্দা দারোগালীর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মোজাম্মেলের ঘর থেকে রিয়াজ গার্মেন্টসের তৈরি ৮৮০ কার্টনে ভরা ৮ হাজার ৮০০ পিস এক্সপোর্টের শার্ট উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে সাইনবোর্ড এলাকায় রিয়াজ গার্মেন্টসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ওই কারখানার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ