"আমার জীবনে একটা ব্যতিক্রম বিষয় আছে। সেটা হলো আমার জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ায় চারজন মানুষকে ইতিবাচকভাবে পেয়েছি। এরা হলেন আমার বাবা, ভাই, স্বামী এবং ছেলে। শৈশবে আমার মা মারা যাওয়ার পর বাবাই আমাদের দেখাশুনা করেছেন। বাবা কখনোই আমাকে বলেননি যে তুমি এটা পারবে না, ওটা পারবে না।" শনিবার ইডব্লিউএমজিএল'র কনফারেন্স রুমে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান' শীর্ষক গোলটেবিল বৈঠকে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার।
তিনি বলেন, "আমি খুবই দুষ্টু ছিলাম। মাদারীপুরে আমাদের বাড়ির কাছে একটা লেক আছে, আমি সেটা সাঁতরে পার হয়ে যেতাম, সকালে সাইকেল চালাতাম। তো এসব দেখেটেখে মসজিদের হুজুরসহ বিভিন্ন মানুষ বাবাকে বলতেন এই মেয়েকে তো বড় হলে বিয়ে দিতে পারবেন না। তখন বাবা বলতেন, জানেন আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো। বাবা সবসময় ইতিবাচক দিকটাই সামনে নিয়ে আসতেন।"
নারগিস আক্তার বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর আমার স্বামী বললেন, তোমার যা মন চায়, তাই করো। আমি ফিল্মের উপর পড়াশোনা করতে যাই কানাডায়। দেশে ফিরে চলচ্চিত্র নির্মাণে মনযোগী হই। আর আমার ছেলে মাঝে মাঝে একটা কথা বলে যা ভাবলে আমার একইসঙ্গে আনন্দ আর বেদনাবোধ হয়। ছেলে বলেছিল, মা আমি খুব গর্বিত যে তোমার পেটে জন্মেছি। তীব্র আনন্দের পাশাপাশি আমি বিষণ্ন হই কেননা আমি আমার ছেলেকে সেইভাবে সময় দিতে পারিনি।"
তিনি বলেন, "আমার প্রথম ছবি 'মেঘলা আকাশ' ছয় ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পাওয়ার পর আমার মনের জোর অনেকখানি বেড়ে যায়। সেইসময়ই মূলত আমার ভেতর একটা কমিটম্যান্ট তৈরি হয়ে যায়, বিশ্বাস জন্মালো আমি কিছু একটা করতে পারবো।"
বসুন্ধরা গ্রুপের টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোর'র প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান, কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব. মোহাম্মদ আলী শিকদার, গাইনোকোলজিস্ট ডা. নওশিন শারমিন পূরবী, জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার সাথিরা জেসি প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৬/ রশিদা