রাজধানীর আগারগাঁওয়ে তালতলা এলাকায় দিনে-দুপুরে প্রাইভেটকার থামিয়ে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে বিকাশের সিকিউরিটি ইনচার্জ রহমান গুলিবিদ্ধ হয়েছেন। রাজু হাসান নামের আরও এক বিকাশকর্মী।
শনিবার দুপুর আড়াইটার দিকে তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ।
গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।
বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা জানান, একটি প্রাইভেটকারে করে টাকাসহ বিকাশের ৩ কর্মী যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশা মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে অটোরিকশা চালকের বাকবিতণ্ডা হয়। এমন সময় দুইটি মোটরসাইকেলে করে মোট ৬ জন দুর্বৃত্ত প্রাইভেটকারটিকে ঘিরে এলোপাথাড়ি গুলি করে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান এ সময় পায়ে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ না হলে আঘাত পান রাজু হাসান নামের আরও এক বিকাশকর্মী।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নিপেন জানান, ইতোমধ্যে গাড়িটিকে (ঢাকা মেট্রো ঘ-৩৫৭৪৮৪) থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটির ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব