গাজীপুরের কালিয়াকৈরে একটি স্পিনিং কারখানার মেশিনে ওড়না পেঁচিয়ে গিয়ে মাহমুদা আক্তার (১৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা আক্তার রংপুরের কাওলিয়া থানার পূর্বরাজিব এলাকার আপেল মিয়ার স্ত্রী। মাহমুদা আক্তার সপরিবারের উপজেলার রাখালিয়াচালা এলাকায় সুলতান মিয়ার বাড়িতে ভাড়া
কারখানার সহকারী ব্যবস্থাপক শামীম মিয়া জানান, মাহমুদা আক্তার সকালে কারখানায় কাজে যোগ দেন। এর আধা ঘণ্টা পর অসাবধানতাবসত তার ওড়না কারখানার মেশিনে জড়িয়ে গুরুতর আহত হন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৬/মাহবুব