চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সেকান্দর মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেকান্দার মিয়া একই উপজেলার চাঁনপুর গ্রামের নুরল আলমের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি মফিজ উদ্দিন বলেন, সেকান্দর মিয়া মোটরসাইকেলে ফটিকছড়ি থেকে হেয়াঁকো যাওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেকান্দর মিয়া মৃত্যু হয়
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা