চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ মোড়ের অভিজাত প্রবাসী বেকারিতে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায় নোংরা পরিবেশেই তৈরি হচ্ছে বেকারির নানা পণ্য, কোনো পণ্যেই নেই মেয়াদ বা উৎপাদনের তারিখ ও ওজন, ব্যবহার হচ্ছে পোড়া কালো রঙের পাম অয়েল, খালি হাতেই পণ্যে মেশানো হচ্ছে ক্রিম, মাটিতে যত্রতত্র রাখা হয়েছে ডালডা, দীর্ঘদিন খোলা অবস্থায় রাখায় এসব ডালডায় জমেছে ময়লা, ব্যহবার হচ্ছে দীর্ঘ দিনের ব্যবহৃত চিনির রস।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন অভিযান পরিচালনা করেন।
মোহাম্মদ রুহুল আমিন বলেন, এসব অনিয়মে প্রবাসী বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা ও ২০ লিটার পোড়া পাম অয়েল এবং ১৫ কেজি পুরাতন ডালডা নালায় ফেলে ধ্বংস করা হয়। তিনি বলেন, নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো আইন বা বিধি দ্বারা কোনো পণ্য মোড়কাবদ্ধভাবে বিক্রয় করার এবং মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করিবার বাধ্যবাধকতা লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা