চট্টগ্রাম শ্বাসরোধ করে পারভিন আকতার নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। এসময় দুবৃর্ত্তরা স্বর্ণালংঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
শনিবার গভীর রাতে বায়েজীদ থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভিন আকতার প্রবাসী নুরুল আলমের স্ত্রী।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রাতে কয়েকজন দুর্বৃত্তদের পারভিনের বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে চায়। এসময় পারভিনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের শিশু সন্তান সাঈদ বলেন, রাতে কয়েক জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা ঘরে প্রবেশ করেই স্বর্ণালংকারের বিষয়ে মায়ের কাছে জানতে চায়। এ বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করলে তখন তারা আমাকে বাথরুমে বেঁধে রেখে মাকে হত্যা করে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা