সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
আজ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে তারা এ মিছিল করে। এসময় জামায়াত নেতা খন্দকার আবুল ফাতেহ শিবির নেতা সাদেক বিল্লাহ, আহমদ হোসাইন ও জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে, সকালে ঢাকা-চট্টগ্রাম রোডের মাতুয়াইল মেডিকেলের চৌরাস্তায় মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। যাত্রাবাড়ী জামায়াতের পূর্ব থানা সেক্রেটারি শাহজাহানের নেতৃত্বে মিছিলে অংশ নেন জামায়াত নেতা আশ্রাফ আলী হাওলাদার, গোলাম মোস্তফা, শিবির নেতা আমজাদ হোসাইন ও ইমাম হোসাইন প্রমুখ ।
অন্যদিকে, সকাল সাড়ে সাতটায় হরতালের সমর্থনে রাজধানীর কদমতলী থানার পাঠের বাগে একটি মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মীর হাবিবুল্লাহ বাহার, মনির হোসাইন, তাইমুর, শিবির নেতা শাহাবুদ্দিন শিহাব, আবু বকর।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা