একাত্তরের মানবতা-বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করবেন।
এর আগে গত ১৬ মার্চ গাজীপুরের কাশিমপুর কারাগারে নিজামীর সঙ্গে আইনজীবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করতে আইনজীবীদের নির্দেশনা দেন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত কাশিমপুর কারাগার পার্ট-২-এ নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম। ওইদিন সকাল ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাল কাপড়ে মোড়ানো নিজামীর মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি কাশিমপুর কারাগারে পৌঁছায়। আগেরদিন ১৫ মার্চ নিজামীর ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা