রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড়ে পুরাতন বই ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজশাহী কলেজ ছাত্রদের। সোমবার সকালে বই কেনাবেচা নিয়ে বিতর্কের জেরে এ ঘটনা ঘটে। এ সময় তিন ছাত্র আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ ছড়িয়ে পড়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সোনাদীঘির মোড়ে আলতাফ হোসেনের মালিকানাধীন পুরাতন বইয়ের দোকানে রাজশাহী কলেজের অনার্স পড়ুয়া দুই ছাত্র একটি বই বিক্রি করতে আসেন। বইটির দাম ছাত্ররা একশত টাকা দাবি করে। ওই দোকানের কর্মচারী সজিব ৩০ টাকা দাম দিতে চান। এসময় ওই ছাত্র বই বিক্রি না করে চলে যেতে চাইলে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দোকান কর্মচারী সজিব এক ছাত্রকে চড় মারেন।
পরে ওই ছাত্র রাজশাহী কলেজে গিয়ে তার সহপাঠী ও সহকর্মীদের নিয়ে আবারও ওই বইয়ের দোকানে আসেন। ওই সময় কর্মচারী সজিব দোকানে ছিলেন না। ছাত্ররা সবিজকে না পেয়ে দোকান মালিক আলতাফ হোসেনের উপর চড়াও হয়। এসময় আলতাফ হোসেন ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। তবে ছাত্ররা দোকানে ভাঙচুর চালায়।
আলতাফ হোসেন জানান, যারা তার দোকানে হামলা চলিয়েছে তারা রাজশাহী কলেজ ছাত্রলীগের কর্মী। শান্ত নামের একজন ছাড়া অন্যদের চেনেন। তবে নাম জানেন না।
এদিকে, নগর ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ জানান, ছাত্রলীগের কোন নেতাকর্মী এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না। শান্ত নামের কোন ছাত্রলীগের নেতা বা কর্মী নেই বলে দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা