চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর গামারিতলা এলাকায় পণ্যবাহী লরির ধাক্কায় শ্রমিক মো. মামুন (২৮) নিহত হয়। সোমবার দুপুরে কবির স্টিল নামের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
দুপুরে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ করলে একটি শিপইয়ার্ডের নিরাপত্তা কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও কয়েকজন আহত হয় বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা মহাসড়কে ব্যারিকেড দিলে শত শত যানবাহন আটকা পড়ে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ বলেন, সকালে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে শ্রমিক ও স্থানীয়রা বিক্ষোভ করেন। এ সময় কবির স্টিল শিপ ইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের গুলিতে একব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় স্টিল মিলের সামনের সড়কে ট্রাকে নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়। এর প্রতিবাদে শ্রমিক ও স্থানীয়রা শিপইয়ার্ডের গেইটে ও মহাসড়কে বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা