চট্টগ্রামের সীতাকুন্ডের শীতলপুর গামারিতলা এলাকায় পণ্যবাহী লরির ধাক্কায় শ্রমিক মো. মামুন (২৮) নিহত হয়।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনার জের ধরে বিক্ষোভ করলে একটি শিপইয়ার্ডের নিরাপত্তা কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সাতজন আহত হয় বলে জানা যায়। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা মহাসড়কে ব্যারিকেড দিলে শত শত যানবাহন আটকা পড়ে।
আজ দুপুরে সীতাকুন্ডের সোনাইছড়ির কবির শিপ ব্রেকিং ইয়ার্ড স্টিল নামের শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুন্ড মডেল থানা) তরীকুল ইসলাম বলেন, সকালে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে শ্রমিক ও স্থানীয়রা বিক্ষোভ করেন। এ সময় কবির স্টিল শিপ ইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সাতজন আহত হয়। আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় শিপ ইয়ার্ডটির ছয়জনকে আটক করা হয়। সেখান থেকে একটি এক নলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, নুরুন নবী (২০), দেলোয়ার (২৪), ওসমান (২৫), মুন্না (২০), মোছাম্মত শাহনাজ (২৫), শাহাবউদ্দিন (১৮) ও সামির আহাদ (১৬) নামে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় স্টিল মিলের সামনের সড়কে ট্রাকে নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়। এর প্রতিবাদে শ্রমিক ও স্থানীয়রা শিপইয়ার্ডের গেইটে ও মহাসড়কে বিক্ষোভ করে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন