রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ২৫ যাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া ফেরিঘাট থেকে যাত্রাবাড়ী গামী আপন পরিবহনের একটি বাস শ্যামপুর পোস্তগোলা ব্রিজের ঢালে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও ২৫ জন।
আহতদের মধ্যে আব্দুল মালেক, কাজল ও খুকি নামে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সদর দফতরে দায়িত্বরত ইন্সপেক্টর ভজন চন্দ্র সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। তারা উদ্ধার করা করছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বাসটি দ্রুত গতির কারণেই উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। ৪/৫ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন