স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বলেছেন, আগের সংসদে বিরোধী দল থাকলেও দিনের পর দিন তারা সংসদ অধিবেশনের বাইরে ছিলেন। তারা জনগনের প্রত্যাশা অনুযায়ী সংসদে ভূমিকা রাখেনি। বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। জাতীয় সংসদ আগের যে কোন সময়ের তুলনায় বর্তমানে অনেক কার্যকরী।
সংসদ ভবনে গতকাল স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী-এর অফিসে ইউরোপিয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্ল–ম বার্ণিকাট, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ফস এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টামেসিস।
এসময় প্রতিনিধিদলও বাংলাদেশের জনগণের গণতন্ত্র প্রিয়তার প্রশংসা করে বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের জনগন সবসময় গণতন্ত্রকামী। ইইউ প্রতিনিধিরা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে কার্যকরী ও অংশগ্রহণমূলক সংসদীয় গণতন্ত্র অব্যাহত রয়েছে। ভবিষ্যতে গণতন্ত্র চর্চা আরো উন্নত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্বাক্ষাতকালে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রম ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নিয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন