ব্যবসায় ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) শুরু হয়েছে ‘ভয়েজ অব বিজনেস উইক-২০১৬’।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন হয়।
চারদিনের এই আয়োজনে সেমিনার, ইয়ুথ কার্নিভালসহ থাকছে তরুণ শিক্ষার্থীদের জন্য নানা প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফোলো দেবপ্রিয় ভাট্টাচার্য, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অপেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী ইশতেহাক আহমেদ প্রমুখ। এসময় অতিথিরা ভয়েজ অব বিজনেস ম্যাগাজিনের সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন