সংবিধানের মর্যাদা রক্ষার্থে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, ‘আদালতের শাস্তি পাওয়ার পরেও যদি দুই মন্ত্রী (কামরুল ইসলাম ও আ ক ম মোজ্জামেল হক) পদত্যাগ না করেন তাহলে সংবিধান ও দেশের ১৬ কোটি মানুষকে অপমানিত করা হবে।’
মন্ত্রীরা সংবিধান না মেনে যা ইচ্ছা তাই করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের মন্ত্রীরাই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই, মানবাধিকার ভূলুণ্ঠিত।’ মুক্তিযুদ্ধের চেতনার বুলি উড়িয়ে সরকার জনগনের সাথে প্রতারণা করছে মন্তব্য করে মেজর হাফিজ।
আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মিলন, কল্যাণ পার্টির সভাপতি (অব.) মেজর জে. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন