রাজধানীর মহাখালীতে তোফাজ্জল হোসেন (৪৫) নামে এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন রাহাতসহ কয়েকজন পথচারী।
ফজলুল করিমের ছেলে তোফাজ্জল হোসেন মহাখালী ক্যান্সার হাসপাতাল কোয়ার্টারে সপরিবারে বাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জলের পাশেই তার মোটরসাইকেল পড়ে ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তারা। তোফাজ্জলের বাম হাতের বাহু ও ঘাড়ে গুলি করা হয়েছে। পরিচয় জানতে পকেট তল্লাশি করে তার জাতীয় পরিচয়পত্র থেকে গুলশান-বারিধারার একটি ঠিকানা জানা যায়।
পরে খবর পেয়ে তোফাজ্জলের স্ত্রী ফরিদা আক্তার ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, তারা মহাখালী ক্যান্সার হাসপাতাল কোয়ার্টারে বাস করেন। আর গুলশান-বারিধারায় একটি বাড়িতে গাড়িচালকের কাজ করেন তোফাজ্জল। সোমবার দিনগত রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে গুলি করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেক হক জানান, বর্তমানে তোফাজ্জল ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ ১৬/ সালাহ উদ্দীন