ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনজুরুল হক (৪৮) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের বার আউলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ ফারহান।
নিহত মনজু সেন্টার ফর সোশ্যাল সার্ভিস নামে একটি এনজিওতে সীতাকুন্ডের মাদামবিবির হাটে কর্মরত ছিলেন।
হালেহ আহমেদ বলেন, মঙ্গলবার অফিস থেকে বেরিয়ে পৌর সদরের দিকে যাবার পথে ভাটিয়ারি এলাকায় মনজুর মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকের চাপায় নির্মমভাবে প্রাণ হারায়। পরে ট্রাক চালক দ্রুত পালিয়ে যায়।
নিহত মনজুর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব