তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ২ জন আহত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র রাতুল ও নাট্যকলা বিভাগের মেহেদি হাসান শুভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বদ্যালয়ের বাসের গেটে দাঁড়ানোকে কেন্দ্র করে ৭ম ব্যাচের শিক্ষার্থী মামুন ও দশম ব্যাচের শিক্ষার্থী রাতুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আগুন গ্রুপের কর্মী রাতুল হারুন গ্রুপের কর্মী মামুনকে মারধর করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। পরে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে লাঠিসোটা আর দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এসময় রাতুল ও শুভ আহত হয়। আহতবস্থায় তাদেরকে স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বদ্যিালয়ের প্রক্টরিয়াল বডি ও কোতয়ালী থানা পুলিশের উপস্থিতিতে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিষয়টি মিমাংসা করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব