কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয় বলে কুমিল্লা জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত ২১ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল কোতোয়ালী মডেল থানার এসআই সাইফুল ইসলামকে। ২৭ মার্চ হত্যা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) নিকট হস্তান্তর করা হয়। ডিবির ওসি এ কে এম মনজুর আলম ওই মামলা তদন্ত করছিলেন। এ নিয়ে গত ৯ দিনে দুই দফা মামলাটি ৩ সংস্থার হাতে হস্তান্তর করা হলো।
এদিকে বুধবার সকালে তনুর লাশ কবর থেকে তোলা হবে। এর আগে, কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে গত ২১ মার্চ রাতে তনুকে দাফন করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, মামলার গুরুত্ব বিচারে এটি সিআইডিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তনুর পরিবারের সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে সেনানিবাস এলাকায় তনুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৬/মাহবুব