রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হওয়া এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। বিভিন্ন এলাকায় সেবা প্রতিষ্ঠানগুলোর খোঁড়াখুড়ি চলতে থাকায় কাঁদায় ঢেকে গেছে পথঘাট। এতে বিপাকে পড়েছে নগরবাসী।
বৃষ্টিতে হঠাৎই রাজধানীতে যান চলাচল কমে যায়। রিকসা চলাচলও সীমিত হয়ে পড়ে। এতে ঘরফেরত মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। মার্চ-এপ্রিল-মে এই তিনমাস দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। পাশাপাশি কোথাও কোথাও কাল বৈশাখী ঝড়সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ