সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র ও ছাত্রলীগ কর্মী খুনের মামলায় একই সংগঠনের ৮ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী কাজী হাবীবুর রহমান হত্যা মামলায় মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন ৮ আসামি। শুনানি শেষে বিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন: হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ, ময়নুল ইসলাম। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
কোতোয়ালী থানার জিআরও পিযুষ দেবনাথ জানান, কাজী হাবিবুর রহমান হত্যা মামলার ৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একই দলের কর্মী কাজী হাবিবুর রহমানের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন হাবীব। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা