জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিতে টানানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। আজ বুধবার সংগঠনটির কার্যালয়ে তাদের প্রতিকৃতি টানানো হয়।
এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের শেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতা অর্জনে যার নাম চিরস্মরণীয় ও অবিসংবাদিত তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এবং শেখ মুজিব এক অভিন্ন নাম।
এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি সোহাইল মিয়া, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি নূর সোলায়মান মুন্সিসহ (বট) আরও অনেকে।
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ