অসুস্থতার কারণে পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এখন আর তার মুক্তিতে কোনো বাধা নেই।
এর অাগে বুধবার পল্টন থানার নাশকতার দুই মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে মির্জা ফখরুল আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুপুর ১২টায় তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আংশিক কমিটি গঠন করা হয়। এতে মির্জা ফখরুলকে দলের পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা