‘খুন্তি, বেলনা হাতের কাছে যা পেতেন, তাই দিয়ে মারতেন। খাবার খেলে আন্টি (গৃহকর্তী) মারতেন। কথায় কথায় মারতেন। ঠিকমতো খেতেও দিতেন না।’ এক নিঃশ্বাসে এভাবে নিজের ওপর গৃহকর্তীর নির্যাতনের বর্ণনা দিল ববিতা। থানায় বসে শিশু গৃহকর্মী ববিতা দেখালো তার ওপর কীভাবে নির্যাতন চালানো হতো।
রাজশাহীতে শিশু গৃহকর্মী ববিতার উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে নগরীর ভদ্রা এলাকার একটি বাসা থেকে ববিতা নামের ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শিশু ববিতার অভিযোগ, কাকন ও মাসুম ইকবাল দম্পতি পরিবারে গেলো ৬ মাস ধরে কাজ করে আসছিলো সে। প্রায়ই বিভিন্ন অজুহাতে তার উপর নির্যাতন চালিয়ে আসছিলেন গৃহবধূ কাকন। বুধবার সকালে এমনই নির্যাতনের সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এসময় পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ এসে শিশুসহ ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, শিশুটি তাদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়েছে। গৃহকর্তীও স্বীকার করেছেন। শিশুটির বাড়ি নওগাঁ সদর উপজেলায়। তার বাবার নাম মইফ উদ্দিন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন