চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল (২৪) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়।
গত গঙ্গলবার গভীর রাতে নগরীর চকবাজার থানায় সোহেলের পিতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের বাদি হয়ে মামলাটি (নং ১৯) দায়ের করলে আজ সকালে মামলাটি নথিভুক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী সোহানকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন- আশরাফুল ইসলাম (২০), ওয়াহিদুজ্জামান (২১,) জিয়াউল হায়দার (২২), গোলাম মোস্তাফা (২২), তামিমুল আলম (২৪), সোহান, জয়নাল, সাঈদ, উজ্জল, তারেক, আবিব, সায়েম, সাইফুল। এর মধ্যে প্রথম পাঁচজনকে গ্রেফতার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজ আহমেদ বলেন, সোহেল আহমেদের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সোহানসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
আজ দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কবরস্থানে সোহেলের লাশ দাফন করা হয়।
এদিকে, আজ দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে নগর ছাত্রলীগের একাংশের নেতারা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের পদত্যাগ দাবি করেছে। ‘নগর ছাত্রলীগের আওতাধীন কলেজসমূহ’র ব্যানারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘সোহেলকে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। এ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরব সম্মতি আছে বলে প্রতীয়মান। কারণ ইতিপূর্বে উপাচার্যকে তার ওপর হামলা হওয়ার সম্ভাবনার কথা অবগত করেছিলেন। চকবাজার থানায় কয়েকজনের নামে জিডিও করেছিল সোহেল। সংবাদ সম্মেলনে পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। ৩ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ, ৫ এপ্রিল ছাত্র ধর্মঘট, ৬ এপ্রিল পুলিশ কমিশনারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট, ৭ এপ্রিল উপাচার্যের অফিস অবরোধ (পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান)। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, যুগ্ম সম্পাদক মাঈনুর রহমান মঈন।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন