নারায়ণগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোর্পদ করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে শহরের শহীদনগর আলআমিন রোড ডিয়ারা সুকুমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। দুলাল হোসেন ওই এলাকার সাইদুর রহমানের ছেলে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, বেলা পৌনে ১২টার দিকে পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে খেলছিলো শিশুটি। এক ঘণ্টা পরেও বাসায় ফিরে না আসায় মেয়েকে খুঁজতে বের হন তিনি। শিশুটির বান্ধবী জানায়, সে দুলালের ঘরে আছে। দুলালের ঘরে গিয়ে তিনি তার মেয়েকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পান।
দ্রুত শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা জানান, টাকার প্রলোভন দেখিয়ে দুলাল তাকে ঘরে ডেকে নিয়ে যায় বলেছে শিশুটি।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন