বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি পরোয়ানা জারি করানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
এর আগে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় একটি মামলায় খালেদা জিয়াসহ ২৮ বিএনপির নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
এ ঘটনার প্রতিবাদে রিজভী আহমেদ বলেন, সরকার নিজেদের পতনের শব্দ শুনতে পাচ্ছে। সে কারণে সরকার এসব ষড়যন্ত্রের পথ তৈরি করছে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই রাজনৈতিক, বানোয়াট, মিথ্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজাহার আনোয়ার, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, জাসাসের সভাপতি আব্দুল মালেক, কণ্ঠ শিল্পী বেবী নাজনীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ ১৬/ সালাহ উদ্দীন