কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেফতার, বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ চার দফা দাবিতে আগামীকাল শুক্রবার সারাদেশে নাগরিক সমাবেশ ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহবাগে এক সংবাদ সম্মেলন এসব কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, হাইকোর্ট কর্তৃক প্রণীত ‘যৌন নিপীড়নবিরোধী নীতিমালা’ বাস্তবায়ন করা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা এবং সকল নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসময় তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে শুক্রবারের নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
বিডি-প্রতিদিন/৩১ মার্চ, ২০১৬/মাহবুব