চট্টগ্রাম মহানগরীর প্রবেশপথ সিটি গেইট এলাকা থেকে অস্ত্রসহ সুমন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে আকবর শাহ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুমন চক্রবর্তী সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোড়পুকুরিয়া পালপাড়ার মৃত অঞ্জন চক্রবর্তীর ছেলে।
আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ বলেন, সিটি গেইট এলাকায় নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ সুমনকে আটক করা হয়। অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কিছুই বলছে না। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৬/মাহবুব