নিখোঁজ হওয়ার একদিন পর মিলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নোমানের লাশ। শনিবার দুপুরে হালদা নদীর দক্ষিণ নাঙ্গলমোড়া এলাকায় নোমানের লাশ ভেসে ওঠে। পরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল।
ফায়ার সার্ভির সূত্রে জানা যায়, নোমান নিখোঁজ হওয়ার পর হালদা নদীর বেশ কয়েকটি স্পটে ডুবুরি দল তল্লাশি চালিয়ে ব্যর্থ হয় । শনিবার দুপুরে ডুবে যাওয়া স্থানেই নোমানের লাশ ভেসে ওঠে। পরে তার লাশ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নোমান হালদা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।
বিডি-প্রতিদিন/ ২৩ এপ্রিল, ২০১৬/ রশিদা