রাজধানীর ভাটারা থানাধীন একটি বালুর মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক কিশোরীর (১২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বিষয়টি জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল মুক্তাকিম।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে সংবাদ পেয়ে পূর্ব ভাটারা চিতা খোলা ব্রিজের পূর্ব পাশের বালুর মাঠ থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ