হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ব্যাংকক থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নাজমুল হক বশির। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, থাই এয়ারওয়েজের টিজি৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বশির। গোপন সংবাদের গ্রিন চ্যানেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
ড. মইনুল বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বশিরের তথ্য অনুযায়ী তার মোজার ভেতরে রাখা ৯টি করে ১৮টি বার জব্দ করা হয়। প্রত্যেকটি বারের ওজন ছিল ১০০ গ্রাম বা তার কিছু বেশি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৯০ লাখ টাকা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব