রাজধানীর রামপুরার একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে শাফিয়া আনজুম প্রমি (১৭) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার রামপুরার বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভবন থেকে পড়ে যাওয়ার পর প্রমিকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রমি রাজশাহীর প্রবা থানার আলাউদ্দিনের মেয়ে। তিনি রামপুরার বনশ্রী এলাকার ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব