নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় আরও ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সাগর (৩০) ও রাসেল (২০), আরেকজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
আটক পাঁচজন হলেন: মো. রুবেল (১৮), আলাউদ্দিন (১৭), মনির (১৮), রানা (১৮) এবং রুবেল-২ (১৮)।
আকবর শাহ থানার ওসি সদীপ দাশ বলেন, গত কয়েকদিন ধরে প্রায় প্রতিরাতে ডাকাত দল হানা দিচ্ছিল উত্তর কাট্টলী এলাকার বিভিন্ন পাড়ায়। তাদের প্রতিরোধে পাহারা বসান এলাকাবাসী। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে আটজনের একটি ডাকাতদলকে ঘেরাও করে এলাকাবাসী। এসময় জনতার গণপিটুনিতে তিন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে আরও পাঁচ ডাকাতকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। ডাকাতদের কাছ থেকে একটি বন্দুক, একটি এলজি, তিনটি কিরিচ, একটি হকিস্টিক ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে আকবর শাহ থানা পুলিশের সঙ্গে পাহাড়তলী থানা পুলিশের একটি টিমও অংশ নেয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।
এদিকে, বুধবার সকাল ৮টার দিকে লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভোরে আকবর শাহ থানা পরিদশর্নে যান নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) শেখ শরীফুল ইসলাম। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গণপিটুনির ঘটনায় একটি এবং অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা