চট্টগ্রামে দিনে দুপুরে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই ঘটনায় চার ছিনতাইকারিকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর পতেঙ্গা থানার রয়েল ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
এসময় ছিনতাই হওয়া টাকার ১০ লাখ ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। গত রবিবার নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় সংঘটিত এই ঘটনা ধরা পড়ে স্থানীয় একটি গ্যারেজের সিসি ক্যামেরায়। ওই সিসি ক্যামেরার ফুটেজের ওপর ভিত্তি করে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো, ঘাসিয়াপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে মো. ডালিম ওরফে সোহেল (২২), দক্ষিণ শোলকবহর এলাকার সেকান্দর মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল নোমান (২১), বড় মিয়া মসজিদ এলাকার ওয়াইজ উল্লাহ মেম্বারের বাড়ির নুরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম লিসান (২০) ও শোলকবহরের মুন্সিপুকুরের দক্ষিণ পাড় এলাকার মৃত মো. আব্দুল আলিমের ছেলে পারভেজ আহমেদ তুহিন ওরফে মোটা তুহিন (২৫)।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে বাদুরতলায় ব্যবসায়ী দিদারুল আলমের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ব্র্যাক ব্যাংকের চকবাজার শাখা থেকে নগদ ১৫ লাখ টাকা তুলে রাইডারে করে বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় গাড়িটির গতি রোধ করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী দিদারুল আলম বাদি হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে স্থানীয় একটি গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের সনাক্ত করা হয়। পরেগোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পতেঙ্গা থানার রয়েল ব্রিজ এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার এসআই নুর ইসলাম ও গিয়াস উদ্দিন।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন