গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবসরকালীন ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলীর নিহতের ঘটনায় গ্রেফতারকৃত হিমেল আহমেদের ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে মামলার প্রধান আসামি হিমেলকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মাসুদ ইকবাল আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে নিহত কারারক্ষী রুস্তম আলীর স্ত্রী নাসরিন আক্তার তার স্বামীর মরদেহ কবর থেকে উত্তোলন করে গ্রামের বাড়ি পিরোজপুরে দাফন করার জন্য গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার সকাল বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবসরকালীন ছুটিতে থাকা সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হাওলাদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব