জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহার পদত্যাগের দাবিতে সর্বাত্মক ছাত্রধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। আজ সকাল থেকে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং জাবি সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এ ধর্মঘট পালন করে। পক্টরের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থতা ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলেই তারা এ ধর্মঘট পালন করেছে।
ধর্মঘটের অংশ হিসেবে আজ ভোর ৬ টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে পরিবহন চত্বর ঘেরাও করে রাখে শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাস থেকে কোন বাস সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এছাড়া অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত না হলেও নিয়মিত পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত ছিল।
ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা বলেন, “যতদিন পর্যন্ত এই দায়িত্বজ্ঞানহীন প্রক্টর পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।”
আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ১০ টায় কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করার কথাও জানান নেতারা।
এদিকে আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করে প্রক্টর তপন কুমার সাহা বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি , তাই এর বেশি কিছু বলতে পারছিনা।”
উল্লেখ্য, গত সোমবার সকালে সোহাগী জাহান তনুসহ দেশব্যাপী গুম-খুন-ধর্ষণ এবং বিচারহীনতার বিরুদ্ধে জাবির জয় বাংলা গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অর্ধদিবস হরতাল পালনের সময় ১২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এ ঘটনায় প্রক্টরের দায়িত্বহীন ভূমিকা পালনের উপর প্রশ্ন তুলে অব্যাহত আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/ হিমেল-২১