রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান (৬০) নামের এক ভিক্ষুক ও মো. সহিদ (৫০) নামের সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে ও মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর মতিঝিল ও জিগাতলায় এ দুর্ঘটনা ঘটে।
মতিঝিল থানার এএসআই রমজান আলী জানান, বুধবার দুপুরে কমলাপুর রেল স্টেশনের সামনে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ভিক্ষুক শামছুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী সহিদকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আনিসুজ্জামান বলেন, “সহিদকে যারা হাসপাতালে এনেছিল, তারা জানিয়েছে, রাতে জিগাতলায় রাস্তা ঝাড়ু দেওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছিল সহিদ।”
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব