দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিকেলে তাদের বরখাস্ত করা হয়। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি জানান।
তিনি বলেছেন, ৫ জন কর এবং ১১ জন উপ-কর কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। সিটি মেয়র সাঈদ খোকন এ আদেশ জারি করেন।
যাদের সরিয়ে দেওয়া হলো তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন