বরিশালের মুলাদীতে রিপন হাওলাদার নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত রিপন একই উপজেলার বালিয়াতলী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় ভ্যান চালানোর নামে ছদ্মবেশে ডাকাতীর সাথে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছলিমের নেতৃত্বে নিজাম, আওলাদ ও শাহাদতসহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত রহিমকে ঘর থেকে ধরে নিয়ে যায়। এরপর উত্তর বালিয়াতলী গ্রামের গজারিয়া নদীর তীরে নিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
মুলাদীর বোয়ালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা আহত রহিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও তিনি জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, ডাকাতির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রিপনের সাথে হামলাকারীদের দ্বন্দ্ব ছিল। ওই ঘটনার জের ধরে রিপনকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। এছাড়া রিপনের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ কারণে এলাকাবাসী রিপনের উপর ক্ষিপ্ত ছিল।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব