সিলেট-তামাবিল সড়কের আসামপাড়া ব্রিজ নামক স্থানে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক টমটম চালক।
বুধবার বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক কুতুব উদ্দিনও আহত হয়েছেন।
নিহত টমটম চালক মাসুম আহমদ (২২) জৈন্তাপুর উপজেলার বিড়াখাই গ্রামের আজমত আলীর ছেলে।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবীর জানান, বুধবার বিকালে তামাবিল থেকে সিলেট যাওয়ার পথে বেপরোয়া গতির একটি ট্রাক সড়কের পাশে দাঁড়ানো একটি টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাসুম আহমদ নিহত হন।
এদিকে, টমটমকে ধাক্কা দিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয় বেপরোয়া গতির ট্রাকটি। এতে ট্রাকচালক কুতুব উদ্দিনও আহত হন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব