রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও ব্যবসায়ী জিয়াউল হক টুকু হত্যা মামলায় গ্রেফতারকৃত দুই আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে আসামি রবিউল ইসলাম ও জসিম উদ্দীনকে টুকু হত্যামামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা আসামিদের সাতদিনের রিমান্ডের আবেদন করেন। ওইদিন আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সেলিম বাদশা জানান, রিমান্ডের আদেশ পাওয়ার পর বুধবারই বিকেলের পর ওই দুই আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে থানায় নিয়ে আসা হয়েছে। রাত থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। তিনি বলেন, রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। কেননা ব্যবসায়ী জিয়াউল হক টুকুকে গুলি করার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার বিকেলে নগর ভবনের সামনে টুকু তার ব্যবসায়ীক চেম্বারে গুলিবিদ্ধ হন। এসময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন