রাজধানীর কুড়িল বিশ্বরোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের অধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
এর আগে, বুধবার সন্ধ্যার পরপরই ওই ৬তলা ভবনের একটি রুমে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, ছয়তলা ভবনের তিনতলায় এই আগুন লাগে। পরে তা নিভিয়ে ফেলা হয়। তবে তিনি তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব