সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে ইউনিয়নের খাটুকুড়ি গ্রামের ময়না মিয়ার ফিশারি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের গায়ে কোনো জখম বা আঘাতের চিহ্ন নেই।
স্থানীয় লোকদের বরাত দিয়ে ওসি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে এলাকায় পাগলের বেশে চলাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। তবে কেউই লোকটির পরিচয় জানেন না।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব